স্টাফ রিপোর্টার: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দূরে থাকো” প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় শিক্ষার্থীরা ক্যাডেট ও সুস্বাস্থ্য র‌্যালি করেছে। বৃহস্পতিবার দুপুরে এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা এ র‌্যালিতে অংশ নেয়। মাদকমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাইসহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ গ্রহন করে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এমএন ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পথ সভায় বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল , প্রধান শিক্ষক, চিফ কো অর্ডিনেটর, প্রমুখ।

র‌্যালিতে ওই প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ গ্রহন করেন।