কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আয়োজনে চাঁদাবাজির বিরুদ্ধে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
এসময কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও সদস্য সচিব শেখ রবিন, যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ন আহ্বায়ক সজীব, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক মোবারক, যুগ্ম আহ্বায়ক শফিক, কলমাকান্দা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সোহানুর রহমান সোহান, কলমাকান্দা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক ইমরানসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ অংশ নেন।