কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ৩৬০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার এলাকায় মোঃ আনোয়ার ইসলামের গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়। তবে এ অভিযানে চিনির মালিক দাবিদার চোরাকারবারি কাউকে আটক করা যায়নি।
চিনির জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের মেজর জিসানুল হায়দার।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত মধ্যে রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ এর নেতৃত্বে (সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ) যৌথ বাহিনীর অভিযানে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার এলাকায় আনোয়ার ইসলামের গুদামে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেরে গুদামে থাকা লোকজন পালিয়ে যায়। অভিযানে যৌথ বাহিনী কাউকে আটক করতে পারেনি। তবে আনোয়ার ইসলামের গুদাম থেকে ৩৬০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ ভারতীয় চিনি সীমান্ত রক্ষী বাহিনীর (বিজেপি) কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।