কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর ইয়ানুর মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বড়খাপন গ্রামের নিজ বাড়ির সামনের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়ানুর ওই এলাকায় আবুল হাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হাশেমের সাথে তার ছেলে ইয়ানুর মাছ ধরাসহ অন্যের কৃষি জমিতে কাজ করতেন। বুধবার সন্ধার পর থেকে তাকে ইয়ানুরকে পাওয়া যাচ্ছিল না। ইয়ানুর মৃগী রোগে আক্রান্ত ছিল। বাড়িতে না আসায় পরিবারের লোকজন আত্মীয়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁিজ করেও তার সন্ধায় পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ির সামনের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ভাসমান অবস্থা তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সুরতহালের রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ইয়ানুরের লাশ উদ্ধার করে সুরতলের রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।