নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে মামলায় ১জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে কেন্দুয়া টু চিরাং রোডে কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
কান্দিউড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সুমন। দ্রুত বিচার আইন মামলা নং ১১ ও বিস্ফোরক আইন মামলা নং ৫,দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম জানান, এজাহার নামীয় আসামি তিনি। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।