নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ নগরে প্রতিষ্ঠিত ইংরেজি শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান জন আমোস সেন্টারের কোর্স সমাপ্ত করা শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে থেকে নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে রাত পর্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। জন আমোস সেন্টারের চেয়ারম্যান ডা.এ কে এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জন আমোস সেন্টারের ফাউন্ডার খন্দকার এহসান হাবীব, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম। স্বগত বক্তব্য দেন, জন আমোস সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য প্রদান ছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকেরা বক্তব্য দেন। অভিভাবকেরা তাদের বক্তব্যে ময়মনসিংহ নগরের ইংরেজি শিক্ষায় জন আমোস সেন্টার খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বলে উল্লেখ করেন। এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে আসছে।
অনুষ্ঠানে তিনটি ব্যাচের শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় জন আমোস সেন্টারের শিক্ষার্থী ও পেশাদার শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।