গফরগাঁও সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন বাগুয়া গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিলের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালায়। পরবর্তীতে বাড়িতে থাকা টাকা, গহনাসহ সব মালামাল লুটপাট করে যাওয়ার সময় ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে অস্থায়ী সেনাক্যাম্পে ও ফায়ার সার্ভিসে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিলের মালিকানাধীন ১টি গাড়িতে শিবগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।