টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাধীন নিকরাইল ইউপিতে সার পলিশায় যমুনা ইন্ডাস্ট্রিতে (জুটমিল) আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যমুনা ইন্ডাস্ট্রি জুটমিলের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন ধরলে অতিদ্রুত ভূঞাপুর ও কালীহাতি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ফ্যাক্টরির কয়েকটি মেশিন, তৈরি পাটের বস্তা ও মজুদকৃত পাট পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঐ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা যায়।