টাঙ্গাইল সংবাদদাতা : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিবুর রহমান প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখা।

মিছিলটি ভিক্টোরিয়া রোড হয়ে নিরালা মোড়ে শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক এতে নেতৃত্ব দেন।

এ সময় সদস্য সচিব সালেহ মোহম্মদ সাফি ইথেন, সদর উপজেলার আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।