স্টাফ রিপোর্টার : হটাও দুর্নীতি বাঁচাও ক্রীড়া ফেডারেশন- এই শ্লোগানে ময়মনসিংহে এক প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ময়মনসিংহ জেলা কাবাডি দলের খেলোয়ারদের আয়োজনে মহানগর ছাত্রদল নেতা মোঃ অনিক হাসানের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। খেলায় ফুলবাড়ীয়ার কবাডি দল ময়মনসিংহ সদর কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।