গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে এ লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় ও মুখে রক্তের চিহ্ন রয়েছে এবং গলায় ওড়না প্যাচানো।
ফতেহপুর গ্রামের আব্দুল খালেক জানান, সকালে তিনি বাড়ির পিছনের জঙ্গলের পথে যাচ্ছিলেন, এসময় একটি গর্তে গলায় ওড়না বাঁধা রক্তেমাখা লাশ দেখতে পান, পরে গৌরীপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে, রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।