ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়েছে পাঁচটি দোকান। উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা বেনাপাগলার মোড় নামক স্থানে শনিবার দিবাগত রাতে ওই অগ্নিকান্ডটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের লাইন থেকে রাত ১২টার দিকে জাহাঙ্গীরের তুলা ও সার-বীজের দোকানে আগুনের সূত্রপাত হয়ে পাশের দোকান গুলোতে ছড়িয়ে যায়। ঘটনাটি টের স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আগুন নিয়ন্ত্রনে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তৎক্ষণে মালামালসহ মো. জাহাঙ্গীর হোসেনর তুলা ও সার-বীজের দোকান, মো. আবু সাঈদের কাপড়ের দোকান, আবদুর রাজ্জাকের দুইটি তালার দোকার এবং খোকন মিয়ার চায়ের দোকনটি পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি,আগুনে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।