ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রান্দিয়া গ্রামে ধলিয়া-শন্তিগঞ্জ সড়কের পাশে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে সকালে খবর পেয়ে উপজেলার রান্দিয়া গ্রামে ধলিয়া-শন্তিগঞ্জ সড়কের পাশে একটি ঝোপ থেকে থেকে গলাকাটা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়। তাছাড়া লাশটির পেটে ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পিবিআই লাশের আঙ্গুলের ছাপ নিয়ে নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে। ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।