টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডুবা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পিছনে পরিত্যক্ত ডুবা থেকে লাশটি করে করা হয়। নিহত জিহাদ উপজেলার চেচুয়া গ্রামের তুলার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, তিন ধরে নিখোঁজ ছিলো জিহাদ, রোববার বেলা ১২টার দিকে মার্কেটের একজন কর্মচারী পেছনে প্রসাব করার জন্য গেলে জিহাদের লাশটি ভাসতে দেখেন। এরপর মার্কেটের অন্য লোকজনকে দেখে খবর দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে লাশটি পুলিশ উদ্ধার করে।
কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, পুলিশের একটি টিম পাঠিয়েছি ঘটনাস্থলে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।