নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়া মসলাসহ মো. সুরুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সুরুজ আলী শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।

জানা গেছে, ভারতীয় চিনি পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সুতিয়ারপাড় এলাকা থেকে রাত ১১.৩০ মিনিটে ইজিবাইকে করে ভারতীয় চিনি নেয়ার পথে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়া মসলা ও ইজিবাইকসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূইয়া বলেন, গ্রেফতারকৃত সুরুজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।