শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ২০২৩/২০২৪ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা সমবায় কর্মকর্তা মো: নুরুজ্জামান খাঁন।

সমিতির উপদেষ্টা মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মো: আব্দুল ওয়াদুদ খাঁন।

এছাড়াও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সদস্য মো: মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কাদির, সদস্য মো: শাহজাহান, আলী সহ আরো অনেকে।