বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোণার বারহাট্টায় ধর্মীয় যাথাযথ ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে সোমবার ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিাভন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও ইসলামিক ফাউন্ডেশান বারহাট্টার ফিল্ড সুপারইজার মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বারহাট্টা থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমদ, আসমা ব্রীজ পাড় মসজিদের ইমাম মাওলানা মাহফুজ, উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মজিবুর রহমান বেলালী দোয়া পরিচালনা করেন। এই সময় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সরকাররি-বেসরকারি বিভিন্নদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এদিকে,পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, কেরাত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নত খাবার পরিবেশন করা হয়।