নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় ২৫ মণ ধান, মোট চারটি গরুর দুটি আহত ও দুটি গাভীন গরু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের নাগডর পাড়ায় এ ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত তাহের উদ্দিনের ছেলে দিন মজুর মোঃ সাইফুল ইসলামের সহায় সম্বল বলতে বাড়ি ও একটি বাছুর গরুসহ চারটি গরু ছিলো। ইতোমধ্যে ভস্মীভূত দুটি গরুর একটি তিন মাসের ও একটি পাঁচ মাসের গাভিন ছিলে। যার আনুমানিক মূল্য দুই লাখের বেশি। অন্যদিকে আহত দুটির একটি বাছুর ও মা গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এই দুটি গরুকে বাঁচাতে গিয়ে দিনমজুর মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ তাসলিমা আক্তারও আগুনে পুড়ে আহত হন। তাছাড়া গোয়ালের টাইলে রাখা ২৫ মণ ধান পুড়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। গোয়ালে কয়েল, বৈদ্যুতিক সংযোগ ও মশা তাড়ানোর কোন রকমের ধোঁয়া ছিলো এমনিতেই আগুন লাগার কথা নয়। হয়তো কেউ ইচ্ছে করেই এই আগুন লাগিয়েছে। আমি সবার সহযোগিতা কামনা করছি।
প্রতিবেশী সাফিয়া আক্তার বলেন, দাউ দাউ করে আগুন জ্বলছিলো। পরে বাড়ির সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লেগেছে বলতে পারি না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা থাকবে।