ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা শাখার উদ্যোগে ঈদ-এ-মিল্লাদুন্নবী (সা) পালিত হয়েছে।

সোমবার বিকেলে ঈশ^রগঞ্জ পৌর সদরের ডিএস কামিল মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা একেএম সাইফুল্লাহ তালুকদার তারামী’র সভাপতিত্বে মাওলানা আবু হানিফা চিশতীর সঞ্চালনায় ঈদ-এ-মিল্লাদুন্নবী (সা) এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি শাহ নূরুল কবির শাহিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান, প্রধান আকর্ষন মাওলানা আজিজুল হক মিনু হুজুর পীর সাহেব আজিজাবাদ দরবার শরীফ ঈশ^রগঞ্জ, ডিএস কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন, আরবী প্রভাষক মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চকদার পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, সেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুজন, কৃষকদল আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ। সভার পূর্বে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।