কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বৃষ্টির জমানো ডোবার পানিতে ডুবে ১২ মাস বয়সী আরাফাত হোসেন নামে এক শিশু মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে বাড়ীর সংলগ্ন ডোবায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ওই গ্রামের মো. নিজাম উদ্দি ছেলে।
জানা গেছে, দুপুরে আরাফাত হোসেন দুপুরের দিকে মা পরে রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিল। বাড়ীর সকলের অগোচরে আরাফাত হোসেন (১২ মাস) হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন ডোবায় পানিতে পড়ে যায়। পরে মা সন্তান দেখতে না পেয়ে বাবা তুমি কই বলে ডাক চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজনরাও খোঁজাখুজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসা আসার আগেই শিশু আরাফাত হোসেন মারা গেছে।