ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মসিংহের ঈশ্বরগঞ্জে অনিয়ের অভিযোগে ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার। মঙ্গলবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে উপজেলা সদরের শহীদ মিনারে প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে এরই প্রেক্ষিতে নির্বাহী অফিসার তাকে সাময়িক বরখাস্থ করেন।
সাময়িক বরখাস্তের জন্য প্রেরিত চিঠি মূলে জানা যায়, উপজেলাধীন মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাফ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছোচারিতা, দূর্নীতি,আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের ১দফা দাবী নিয়ে ২ সেপ্টেম্বর থেকে টানা ১৫দিন লাগাতর আন্দোলন, বিক্ষোভ মিছিল, ক্লাস বর্জন, প্রসাশনের কাছে স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের কক্ষে তালা লাগিয়ে কর্মসূচি পালন করায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ায় প্রধান শিক্ষক সরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয়ের বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির কারণে প্রসাশন তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত তদন্ত কমিটি প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ থাকা ও অন্যান্য শিক্ষক কর্মচারীদের সমন্নয়হীনতা ও বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানে সম্পুর্ন ব্যর্তার পরিচয় দেয়ায় ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে চিঠিতে উল্লেখ করা হয়। তাঁর স্থলে সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহাম্মদকে দায়িত্বও প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নিতে সুপারিস করা হবে।