নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের ভারত সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে উদ্ধারকৃত অজগরটি তারা বনে অবমুক্ত করেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতে সাপটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভির করে।

ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অগজরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল। উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের উপরে এবং ওজন প্রায় ৯ কেজি।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গায়ে আটকে থাকা জাল কেটে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।