নিজস্ব সংবাদদাতা : ডিপ্লোমা প্রকৌশলীদের বৈষম্য নিরসন এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আডিইবি) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আবুল মনসুর সড়কে আইডিইবি কার্যালয়ে তলবী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) তত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হককে সদস্য সচিব মনোনীত করা হয়।
ময়মনসিংহ জেলা আইডিইবি'র সাবেক সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রকৌশলী শামসুল আলম উজ্জ্বলের সঞ্চালনায় সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম মিল্টন, পিডিবি’র সহকারী প্রকৌশলী শাহবীর আলম, পিজিসিবি এসডিই তাজুল ইসলাম জাহাঙ্গীর, সাইদুল ইসলাম খান সোহেল, ডিইএডি’র সভাপতি আসিফ মো. হামজা তালুকদার, আইডিইবি’র কেন্দ্রীয় সদস্য সাখাওয়াত হোসেন লিমন, প্রকৌশলী সানোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
তলবী সভায় পূর্বের অকার্যকর কমিটিকে বাতিল ঘোষণা, লুটপাট এবং ভাংচুরের অভিযোগে বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের এবং আইডিইবিকে গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।