কেন্দুয়া প্রতিনিধি : বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে অত্যন্ত ভালোবাসেন। ধানের শীষের মনোনয়ন নিয়ে আমি ভাবি না। আপনারা আমার পাশে থাকলেই আমি খুশি।
তিনি আওয়ামী লীগের দূর্বল ও অবহেলিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের কোন ভয় নেই। বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের উপর যারা হামলা মামলাসহ বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে আমরা কেবল তাদেরই আইনের আওতায় শান্তির ব্যবস্থা করবো। কেউ যদি কোন রকম হামলা ও নির্যাতনের শিকার হোন, আমাকে জানালে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করবো।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে চিথোলিয়া খেলার মাঠে কর্মী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম জরিপের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া প্রমুখ।
এর আগে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান মিল্কি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।