কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাজুল ইসলাম( ৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপেেজলার রোয়াইলবাড়ি ইউনিয়নের সহিলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত তাজুল ইসলামের সাথে চেংজানাগ্রামের লেহাজ উদ্দিনের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার লেহাজ উদ্দিন গংরা তাজুল ইসলামের অতর্কিত হামলা চালায়। চিৎকার চেচামেছি শুনে নিহতের স্ত্রী মরিয়ম আক্তার (৫৫) ও মেয়ে হেনা আক্তার (৩০) এসে নিভৃত করার চেষ্টা করে।
এসময় হামলাকারীরা তিনজনকেই পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কিন্তু অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তাদের। রাতে অবস্থা বেগতিক হওয়ায় ময়মনসিংহ থেকে তাজুল ইসলামকে প্রেরণ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে।