টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিউলি আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের স্বামী। তাকে কুমুদিনী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি আক্তার শরিফুল ইসলামের স্ত্রী। শিউলি আক্তার মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিডেটের প্রোডাক্টশন বিভাগের সহকারী টিম লিডার হিসেবে কর্মরত ছিলেন। আর স্বামী শরিফুল ওই কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র সহকারী ফিটটার হিসেবে কর্মরত।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন তারা।
এ সময় মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিউলি মারা যান। এতে গুরুতর আহত হন তার স্বামী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।