নিজস্ব সংবাদদাতা : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই সকল পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে ময়মনসিংহে কর্মরত নার্সরা মানব্বন্ধন করেছে। এতে নেতৃত্ব দেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।
বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস এলাকায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ময়মনসিংহ শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানব্বন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রফিকুর রহমান সিদ্দিকী, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ময়মনসিংহ মহানগরের সদস্য শফিকুর রহমান প্রমুখ।