নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্বশত্রুতা বশত ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় সর্বশান্ত দিন মজুরের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ইমদাদুল হক তালুকদার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মৃত তাহের উদ্দিনের ছেলে দিন মজুর মোঃ সাইকুল মিয়া উপজেলা প্রশাসনের কাছ থেকে গ্রহণ করেন আর্থিক অনুদান ও ত্রাণের ঢেউ টিন।
উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের নাগডরা পাড়ায় দিন মজুর মোঃ সাইকুল মিয়ার বাড়ি। তার সহায় সম্বল বলতে ছিলো একটি বাড়ি, একটি বাছুর গরুসহ মোট চারটি গরু এবং গোয়ালের টাইলে ছিলো ২৫ মণ ধান। দুটি গাভিন গরুসহ ধান ও গোয়ালঘর গত রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ভয়াবহ অগ্নিসংযোগে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। ইউএনও স্যারের সাহায্য পেয়ে আমার অনেক উপকার হলো।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, খুবই দুঃখজনক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।