আলাওল করিম ফয়সাল, নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুধবার (১৮ সেপ্টেম্বর) এই নিয়োগ প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. জাহাঙ্গীর আলমের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। এছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান অধ্যাপক। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে পরিবেশ, সম্পদ ও উন্নয়ন বিষয়ে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে সামাজিক কাঠামো, নগর পরিবেশ, সামাজিক সমস্যা এবং নগর ভূমি ব্যবস্থাপনা। আন্তর্জাতিক জার্নালে তিনি ২২টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।