কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত।

বুধবার আনুমানিক রাত সাড়ে আটটায় কেন্দুয়া পৌর শহরের মধ্য বাজারে দিগদাইর ও বাট্টা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মধ্য বাজারের আলিফ টেলিকম দোকানের জায়গা নিয়ে দিগদাইর গ্রামের যুবলীগ নেতা আল আমিন খন্দকারের সাথে বাসস্ট্যান্ডের মৃত আয়ত আলীর দীর্ঘদিনের সমস্যা বিরাজমান ছিলো। এতোদিন সালিস-দরবার ও আলোচনার মাধ্যমে মৃত আয়ত আলীর পরিবারের দখলেই ছিলো এই দোকান।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যুবলীগ নেতা তার দল-বল নিয়ে আলিফ টেলিকমের ব্যবসায়ী হানিফকে বের করে দিয়ে দোকানে তালা লাগায় পরে (১৮ সেপ্টম্বর) দোকান ব্যবসায়ী হানিফ ও মূল মালিক জামাল ভূঁইয়া বাট্টা গ্রামের মাতব্বর মোঃ জসিম উদ্দিন ভূঁঞাকে জানিয়ে দোকান খুললে শুরু হয় দু'পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ব্যাপক সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত ৬জনকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ ও সেনা সদস্যের সমন্বয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।