ইটনা প্রতিনিধি : আখিরী জামানার শেষ নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ইটনা উপজেলা সদরে মির্দাহাটি গ্রামে উপস্থিত পাঁচ পীর মাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯শে সেপ্টেম্বর দুপুর ১২টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাটি এলাকার তরুন বক্তা রাকিব ঠাকুর আল হাবিবি, উপস্থিত ছিলেন ইটনা উপজেলার সিনিয়র সাংবাদিক মোঃ শাহেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক মমরোজ খাঁ, পাঁচ পীরের মাজারের খাদেম মোঃ কামাল মিয়া, মাজার বক্ত অর্জুন সাহা।
পাঁচ পীর মাজার বক্ত অনুসারীগণের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন, ইটনা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ সিরাজুল ইসলাম আতশি।