তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের নেতা আবুল বাসার আকন্দ। বৃহস্পতিবার তারাকান্দা প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় সম্পর্কে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে গণমাধ্যম কর্মীদের বিষাদ আলোচনা করেন। এ সময় সংবাদকর্মীরা উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন অসংগতি ও দুর্নীতি অনিয়মের লুটপাটের সাথে যারা জড়িত তাদের চারিত্রিক বৈশিষ্ট্য মুখোশ তুলে ধরার আহবান করেন।

দীর্ঘদিন পর সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে তাই আপনারা জাতির বিবেক অন্যায়ের সাথে আপোষ করবেন না এমনটাই প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এমদাত হোসেন খান উত্তর জেলা বিএনপি সদস্য এমদাত হোসেন খান, আমজাদ সরকার,বিএনপি নেতা নজরুল ইসলাম, রফিকুল ইসলাম দুলাল, তারাকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ সরকার, যুগ্ম আহবায়ক ফজলুল হক সরকার,কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান, বিএনপি নেতা মঞ্জরুল ইসলাম, নজরুল ইসলাম, ছাত্রনেতা হুমায়ুন কবির চপল প্রমূখ।