কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রথমবারের মতো উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।

বুধবার (১৮সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার উপজেলা পরিষদ মিলনায়তনে রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারকে এই গুণী শিক্ষক নির্বাচিত করেন ।

শিরিন আক্তার ১৯৯৫ সালের জানুয়ারিতে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন । এর আগে তিনি ঢাকা বদরুন্নেসা মহিলা কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন । তাছাড়া এই গুণী শিক্ষক ২০১৫ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ২০১৯/২৩ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হোন বলে জানা যায় ।

গুণী শিক্ষক শিরিন আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই । তিনি আরো বলেন, আমি আমার প্রতিষ্ঠানকে আমার সংসারের মতোই ভালোবাসি ।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান মুঠোফোনে বলেন, এই প্রথম গতকাল ১৮সেপ্টেম্বর উপজেলার ১৮২ টি স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে বাছাইকৃত ভালোদের মতামত নিয়ে এই গুনি শিক্ষক নির্বাচন করা হয় । আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মোহাম্মদ, আবুল কাসেম ও অন্যান্য শিক্ষকবৃন্দ ।