আফজাল হোসেন, বারহাট্টা সংবাদদাতা : গত তিন বছর আগে ৩১ থেকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীতকরণ হয় নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজটি বাস্তবায়ন করেন।
গত ৭ নভেম্বর ২০২১ সালে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ৫০ শয্যা হাসপাতালের শুভ উদ্বোধন করলেও এখন পর্যন্ত নতুন ভবনে রোগী স্থানান্তরিত করা হয়নি। নতুন ভবনটি ইতোমধ্যে রং উঠে পুরাতনের আকৃতি ধারণ করেছে। কিন্তু জনবলের কারনে তিনতলা ফ্লোরটি চালু করতে পারছে না বলে জানিয়েছে সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য।
সরেজমিনে গিয়ে দেখা যায় পুরাতন ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীর পরিমাণ এত বেশি যে মেঝেতেও জায়গা হচ্ছে না। ডায়রিয়া রোগীদের আলাদা স্থানে রাখার নিয়ম থাকলেও জায়গা সংকলনের কারনে অন্যান্য সাধারণ রোগীদের সাথে মেঝেতেই জায়গা করে দিয়েছে কর্তব্যরত সেবিকাগণ।
বারহাট্টা হাসপাতাল প্রধান ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, রোগীর অনেক চাপ। তাই মেঝেতে জায়গা দিতে হচ্ছে। তিনতলাটি জনবলের কারনে চালু করতে পারছি না। পাশ্ববর্তী উপজেলাগুলোতে ক্লিনার আয়া নিয়োগ হয়েছে। আগামী ২ মাসের মধ্যে আমাদের বারহাট্টা উপজেলার নিয়োগ টি হয়ে যাবে বলে আশা করছি।
নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য বলেন, জনবলের কারনে ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম চালু করা যাচ্ছে না। হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী ও আয়া সংকট রয়েছে। বারহাট্টা হাসপাতালে ৩১ থেকে ৫০ করতে কিছু পদ সৃষ্টি করতে হবে। এটি একটু সময়সাপেক্ষ। ২০২৪ -২৫ অর্থবছরে একটি আউটসোর্সিং অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন হয়ে আসলে আমরা টেন্ডার দিবো। এর পর কিছুটা সমস্যার সমাধান হবে বলে আশা করছি।