কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাঁতী গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে স্বপন আলীর (১৮) সাথে একই গ্রামের আজহারুল মিয়ার ছেলে মোহাম্বিমদ মিয়ার (১৮)বিভিন্ন বিষয়ে শত্রুতা চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে মোহাম্মদ মিয়া ও তার রাব্বি (১৭) বাড়ির পাশে সেলু মেশিন ঘরে স্বপন আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্বপন আলী গুরুতর আহত হন। এসময় চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই। বর্তমানে আমি এলাকার বাহিরে আছি।

কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।