কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, একই ইউনিয়নের পাঁচহার গ্রামের শেখারুল মিয়ার ৩ বছরের শিশু ছেলে কাদির নানার বাড়ি বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। পরে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে জানান, এ বিষয়ে কোন তথ্য জানা নেই।