সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) শিক্ষক ডা. শাহ মো. মোখলেছুর রহমানের অপসারণকে কেন্দ্র করে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন মো. সাহারুল, মো. রনি, মো. ভান্ডারী, মো. নবীন, মো. মাসুদ ও মো. রকিব।
আহত শিক্ষার্থীদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের অবস্থা আশংকামুক্ত বলে জানা যায়। সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।