সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী (১৫)। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেন উপজেলা সহকারী কমিনার (ভূমি) মো. মামুন সরকার।

জানা গেছে, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের দক্ষিণ সাটিয়াদী গ্রামে বাল্যবিবাহের আয়োজন চলছে। শুক্রবার জুমার নামাজের পর ওই গ্রামের ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার জনৈক ব্যক্তির বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে এমন খবর আসে ইউএনও মো. বিল্লাল হোসেনের কাছে।

এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পাকুন্দিয়া থানার এসআই নাজিম উদ্দিনসহ থানা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে দক্ষিণ সাটিয়াদী গ্রামের ওই বাড়িতে উপস্থিত হন প্রশাসনের লোকজন।

এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।