কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (২১সেপ্টম্বর) এ পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূর নবী মোহাম্মদ টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, দলপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা বাচ্চু, আক্তার জামিল মোহাম্মদ সোহেল, বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূইয়া প্রমুখ।সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ খন্দকার, দলপা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ স্বপনসহ বিএনপি ও দলটির অঙ্গসংগঠনে নেতাকর্মী উপস্থিত ছিলেন।