ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আলহাজ্ব সামছ উদ্দিন এর স্ত্রীর জমি বেদখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় ৪ ফেব্রুয়ারী ২০১৬ সালে বিআরএস ১১২ খতিয়ান ২৭৯/২৮০নং দাগে নলকুড়া মৌজায় ১৮ শতাংশ সাবরেজিস্ট্রি দলিল নং ৬৯৭ এবং একই তারিখে ১৩২ নং খতিয়ানে ৮৮৪ নং দাগে গজারিকুড়া মৌজায় ২২ শতাংশ ভূমি দলিল নং ৩৯৮ ঝিনাইগাতী সাবরেজিস্ট্রি দলিল মূলে তার স্ত্রী রাহিমা খাতুন তার ভাই ও মৃত বদিউজ্জামানের ছেলে মাহফুজুর রহমানের নিকট থেকে ক্রয় করেন।

জমি ক্রয় করে বিগত ৮ বছর ভোগ দখল করে আসছে রাহিমা খাতুন।

কিন্তু বর্তমানে মাহফুজুর রহমানসহ তিন ভাই মিলে জমিতে খুঁটি পুঁতে জমি বেদখলের পায়তারা করে আসছে।

ভুক্তভোগী রাহিমা জানায়, পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে আমার এক ভাইয়ের নিকট থেকে সাবরেজিস্ট্রি দলিল করে ভোগ দখল করে আসছি। হঠাৎ তারা এসে আমার জমির মধ্যে খুঁটি পূঁতে বেদখল করার চেষ্টা করে।

বীর মুক্তিযোদ্ধা সামছ উদ্দিন জানায়, আমার রোপণকৃত হলুদ গাছে বিষ প্রয়োগ করে জমিতে খুঁিট পুঁতেছে তাদের উদ্দ্যেশ্য ভালো না।

অভিযুক্ত মাহফুজুর রহমান মোবাইল ফোনে জানায়, আমার বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগটি মিথ্যা। আমি তাদের কাছে জমি বিক্রি করেছি, এই জমি বেদখল করার কোন প্রশ্নই উঠেনা।