তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সদর ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্রে পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সদর ইউপি চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম শিশির ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৯৯জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল প্রদান করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প চলমান থাকবে। আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবায় নিয়োজিত রয়েছি। আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, ইউপি সদস্য, আব্দুল আউয়াল রেনু মন্ডল, রুহুল মিয়া, মহিলা সদস্য, মাকসুদা আক্তার ববিতা।