কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ী আমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামের হত্যা মামলায় ১জন নারী আসামী গ্রেফতার হয়েছেন। শনিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামের তাজুল ইসলাম খুনের মামলার ১০ নং নারী আসামী হাছেনা (৬০)গ্রেফতার হয়েছেন। তিনি ঐ গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।
গত ১৬ সেপ্টেম্বর উপজেলার সহিলাটি গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত জেরে তাজুল ইসলাম নামের একজন মারাত্মকভাবে আহত হলে ময়মনসিংহ মেডিকেল ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় ১৭ সেপ্টেম্বর তিনি মারা যান। এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর শনিবার রাতে কেন্দুয়া থানায় একটি মামলা রুজু হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, সহিলাটি গ্রামের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত নারী আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।