মুক্তাগাছা সংবাদদাতা
রবিবার ময়মনসিংহের মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা থানা অফিসার্স ও ফোর্স আয়োজিত উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই শাশ্বত দত্ত চৌধুরী । এস আই আতিউর রহমান এর সার্বিক সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ । পবিত্র কুরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা'র সাবেক সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু । সংবর্ধিত অতিথির সম্মানে আলোকপাত করতে গিয়ে ফোর্স ও অফিসার্সসহ পুরো আয়োজনে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে । মুক্তাগাছা থানায় কর্মরত অবস্থায় বিদায়ী অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ অফিসার্স ও ফোর্সদের সাথে সার্বিক সমন্বয়, শৃঙ্খলা বজায়,নিরাপত্তা বিধান,থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা,জনসচেতনামুলক ক্যাম্পেইন,দৈনন্দিন কার্যপ্রণালী বাস্তবায়ন,ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন,অপরাধী গ্রেফতার ও আদালতে সোপর্দ,স্থানীয়ভাবে দ্বিপাক্ষিক সমস্যার আইনি সমাধান,বাল্যবিবাহ,চুরি,ছিনতাই,মাদক পাচার-বিপনন-সেবন রোধ,ঘরে ফেরা মানুষের নিরাপত্তা বিধান,যানজট নিরসন,বিশেষ করে সাম্প্রতিক সময়ের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সার্বিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করেন । সারাদেশে বিভাগীয় চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মুক্তাগাছা থানায় বিদায়ী অফিসার ইনচার্জ ফারুক আহাম্মদ টুরিস্ট পুলিশ কর্মকর্তা হিসেবে বদলীজনিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অফিসার্স ও ফোর্স ছাড়াও পুলিশ ফাঁড়ির ইনচার্জ,বিভিন্ন এজেন্সির কর্মকর্তা ও সদস্যবৃন্দ,ওলামা মাশায়েখ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন । বিশেষ উপহারসহ পুষ্পস্তবক অর্পণ,হৃদয় নিংড়ানো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর এই দক্ষ,চৌকস,সাহসী ও মেধাবী সদস্যকে বিদায় জানানো হয়। ফারুক আহাম্মদ এর আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্টেশনে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডি বি),অফিসার ইনচার্জসহ গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় সম্মাননায় ভূষিত হন ।