শেরপুর প্রতিনিধি : শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা শেরপুরের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. উজ্জল মিয়াকে সভাপতি ও মো. রকিবুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২১-সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. অনিক মিয়া।
কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সানোয়ার হোসেন; সহসভাপতি জয় সাহা, রাজু আহম্মেদ, জাকারিয়া আকন্দ, কোরবান আলী, তনয় বণিক, রুবেল মিয়া, সারোয়ার হোসেন ও মাহবুবুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী, গণেশ বাবু, মোরশেদুল হক, তৈমুর রেজা, সৌরভ ইসলাম, আসাদ মিয়া, নূর জালাল ও আতিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সীমান্ত। এই কমিটির কার্যনির্বাহী সদস্য সংখ্যা ১১ জন।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রনি জানান, ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে ২০২১ সালে শেরপুরের একঝাঁক তরুণের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা শেরপুর’ গঠন করা হয়।
সংগঠনটির মূল উদ্দেশ্য যে কোন মানুষের প্রয়োজনে বিনা মূল্যে রক্তদান করা হলেও বিভিন্ন সময়ে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়ে থাকে।