স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ নগরীতে চারটি সিএনজি ফিলিং স্টেশন থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে সিএনজি চালকরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকেরা। সড়ক অবরোধের খবরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় আকিজ ফিলিং স্টেশন লিমিটেড, আজাদ ফিলিং স্টেশন, ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড, নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নামে চারটি গ্যাস ভিত্তিক ফিলিং স্টেশন রয়েছে। এসব ফিলিং স্টেশনগুলো থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবার করার সিএনজি চালিত অটোরিকশা সঠিক ভাবে গ্যাস পাচ্ছে না এমন অভিযোগ তোলেন চালকেরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৬ টায় ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস ফিলিং স্টেশনে একটি কোম্পানীর গাড়িতে গ্যাস সরবরাহ করার সময় সিএনজি চালিত অটোরিকশার চালকরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

সিএনজি চালিত অটোরিকশা গুলোকে গ্যাস না দিয়ে কোম্পানীতে সরবরাহের প্রতিবাদ জানিয়ে গ্যাস বিতরণ বন্ধ করে দেন। ওই সময় পাশাপাশি থাকা আকিজ, আজাদ ও নিটল গ্যাস ফিলিং স্টেশনেও গ্যাস বিতরণ বন্ধ করে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাস্তায় সিএনজি দারিয়ে রাখেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা।

বিক্ষুব্ধ সিএনজি চালকরা বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে গ্যাস চাই। ফিলিং স্টেশন গুলো থেকে গাড়ি গুলোতে গ্যাস সরবরাহের কথা। কিন্তু এখান থেকে শিল্প কারখানায় কেন গ্যাস যাবে। আমরা গ্যাস না পেয়ে গাড়ি চালাতে পারি না, এটি হতে পারে না। শিল্প কারখানায় গ্যাস বিতরণ বন্ধ করতে হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সবাইকে বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, যানবাহনকে গ্যাস দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সিএনজি চালিত অটোরিকশা চালকদের প্রতিনিধি, ফিলিং স্টেশন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।