নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুতায়িত হয়ে রানা মিয়া (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রানা ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। সে ফুলপুর ডিগ্রি কলেজর একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থী রানা মিয়া তাঁর নিজ বাড়িতে পরিবারের ব্যবহারের জন্য টিউবওয়েলর সংঙ্গে মটর পাম্প সংযোগ দিতে যান। এসময় পাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচা বাচ্চু মিয়া জানান,'আমার ভাতিজা পড়াশোনার পাশাপাশি মাছ চাষ করতো। এবাবে ভাতিজার মৃত্যু হবে তা কোনোভাবেই মানতে পারছি না।'
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ' নিহত রানার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।'