তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় চাকরী জাতীয়করনের লক্ষে ঢাকায় শিক্ষক সম্মেলনে যাওয়ার প্রস্তুতি সভা ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এইচ.এ জিডিটাল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাক কর্মচারি ঐক্যজোট তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মো: সুলতান আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইবনে কাসেমএর সঞ্চলনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রচার সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) রফিকুল ইসলাম বাবুল,শিক্ষক মাহবুবুল আলম হাসান,আব্দুল সালাম,রফিকুল ইসলাম রফিক,মিরাস উদ্দিন,রিয়াজুল ইসলাম নাদিম,আব্দুল সালাম,কামাল মাষ্টার,শাহানাজ বেগম শিল্পী প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।