=এম.টি.আই তানভীর হাসান সুরুজ=
ময়না কেন কথা কয় না,
অচিনা পাখির মতো উড়ে গেলে।
হয়তো তুমি মোর জীবনে ছিলে,
কী ছিল মোর অভিযাত্রী বন্ধনা।
আজ কেন মনে পুরে,
ভালোবাসার স্মৃতি পাতা ঝরে।
ময়না তুমি সুখে আছো,
লোকে বলে তুমি মোর কাছে।
সুদুর বয়ে কত না রূপে ময়না,
সবুজ ছায়া, কেন কথা কয়না বোরহান।
আখিঁ জলে হেরি এক রাশে,
বুকভরা ভালোবাসা সকাশে।
তুমি সাত সকাল ছিলে,
কত দিন পরে এলে।
ময়না কেন কথা কয়না (বোরহান),
ওগো আভিমান ময়না।
তুমি মোর প্রিয় রানী,
খনিকে তরে চিরো দিনে।
আমি বারণ করিব হৃদয়ের আকাশে,
ঝর বৃষ্টি বয়ে বোরহান।
আগামী দিনে তোমার টানে।