নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৩০০ পিস কম্বলসহ তামীম হোসেন (২৪) ও রাসেল মিয়া (২২) নামে দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার সকালে কিলো-১০ ডিউটিতে নিয়োজিত এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নব যোগদানকারী ওসি মো. আব্দুল হাদীর দিক-নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসান। পরে একটি কার্ভাডভ্যান চেক করার সময় ভারতীয় ৩০০ পিস কম্বলসহ গাড়িতে থাকা আসামি মো. তামীম হোসেন ও মো. রাসেল মিয়াকে আটক করে পুলিশ। তামীম মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন বাজার এলাকার মৃত সোহেল হোসেন ও বিথী আক্তারের পুত্র, আর রাসেল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম ও আছিয়া বেগমের ছেলে।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের নামে মামলা রুজু করা হয়েছে। এরপর সোমবার বিকালে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।