কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল গাড়ির চাকা পাংচার হয়ে ফরিদ মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার দিনগত মধ্যে রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের জাহের আলীর ছেলে।
জানা গেছে, পাশ্ববর্তী উপজেলা দুর্গাপুরের মধুয়াকোনা বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি নাজিরপুরে আসার পথে পশ্চিম নাজিরপুর নামক এলাকায় মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়। এতে করে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ফরিদ মিয়া। পরে আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মঙ্গলবার সকালে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।